কয়েকদিন আগেই নায়িকা মাহিয়া মাহিকে বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। বিয়ের পরেই বেরিয়ে আসে রাকিব সরকার প্রায় ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে। সেই সংসারে তার সোয়াইদ (১০) ও সাইয়েরা (৪) নামে এক ছেলে ও এক মেয়েও রয়েছে।





এরপরেই রাকিব সরকারের পরকীয়া নিয়ে সমালোচনা শুরু হয় । কখনোই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেননি তিনি। সেই নিরবতা ভা;ঙলেন এবার। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে জানিয়েছেন নিজের ম;ন্তব্য। সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ফেসবুকে দেয়া পোস্টে রাকিব সরকার দা;বি করেন, তিনি কোনো পরকী;য়া করেননি। মাহির সঙ্গে আলোচনা করেই পারি;বারি;কভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।





রাকিব ফেসবুকে লিখেছেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টাটা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শু;রুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অ;ক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃ;শ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবা;ই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করে সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের ম;ন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মা;য়া দেখে আমি আ;প্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চ;য়ই কারও পোড়ে না!





আমি বেঁ;চে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো। আর না বেঁ;চে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উ;পকারে আসবে না আমি জানি। বেঁ;চে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আ;মিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজে;কে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। শেষবে;লায় তিনি বলেন, দ্বিতী;য় বিবাহ জগতে এইটা;ই প্রথম না। আমরা কিন্তু পরকী;য়া করিনি, আলোচনা করে বিয়ে;র বন্ধনে আবদ্ধ হয়েছি। এদিকে জানা গেছে, শিগগিরই মা;হি ও তার স্বামী রাকিব ওম;রাহ হজ পালন