ভোলার বোরহানউদ্দিন হাসপাতালে অ;সুস্থ মেয়েকে খাবার দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রে থাকা বাবা নি;হত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে;ন আরো চারজন।





শুক্রবার রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নি;হত ২৪ বছর বয়সী যুবকের নাম মো. মমিন। তিনি উপ;জেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমি;নের ছেলে।





স্থানীয়রা জানায়, চরফ্যাশন থেকে নার;কেল বোঝাই করে ভোলায় যাচ্ছিল একটি ট্রাক। বোরহানগঞ্জ বাজারের পূর্বপাশে পৌঁছালে একটি মাহেন্দ্রকে ধাক্কায় দেয় ট্রা;কটি। এ সময় মাহেন্দ্রটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাহে;ন্দ্রের যাত্রী মমিন ঘটনাস্থলেই নি;হত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কম;প্লেক্সে ভর্তি করা হয়েছে।





প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কম;প্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ম;মিনের মেয়ে। তার জন্য রা;তের খাবার নিয়ে যাওয়ার সময় নিজেই লা;শ হলেন। বোরহানউদ্দিন থানার এসআই দে;লোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধা;র করা হয়েছে। ট্রাক ও মা;হেন্দ্রটি উদ্ধার করা গেলেও চাল;করা পা;লিয়ে গেছেন।