জমজম কুপ বা কূপ (আরবি: زمزم)। এটি মক্কার মসজিদুল হারামের ভিতরে অবস্থিত। আরবি ভাষায় জমজম মানে প্রচুর পানি। জমজম কূপ মহান প্রভুর অন্যতম নিদর্শন।
জমজম কুপ কাবা থেকে ২০ মি. (66 ফুট) দূরে। ইসলামি বর্ণনা অনুসারে, হযরত ইব্রাহিম (আ.) তার স্ত্রী হাজরা (আ.) এবং শিশু পুত্র ইসমাইল (আ.)-কে মরুভূমিতে রেখে যাওয়ার পর হজরত জিব্রাইল (আ.)-এর পায়ের মাধ্যমে এটি তৈরি হয়েছিল।
জমজম কু.প সৃষ্টির উদ্দেশ্য ও কিছু তথ্য হাদিসের আলোকে তুলে ধরা হলো-
‘মূলতঃ জ,মজম হলো আল্লাহর বিশেষ অনুগ্রহে সৃষ্ট এক অলৌকিক কুপ। যা (এ কুপের পানির বরকতেই ফলমূল, জন-মানবহীন স্থানে) শিশু ইসমাইল ও তার মা হাজেরা জীবন রক্ষায় (মহান আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুসঙ্গ) এবং পরবর্তীতে মক্কার আবাদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছে।’ (বুখারি ও মুসলিম)
পৃথিবীর বুকে জ,মজমের পানি অনেক বরকতময়। পানি পান করে বিশ্বের অনেক মানুষ শান্তি, শারীরিক শক্তি ও আশীর্বাদ লাভ করে।
চলুন জেনে নিই এই পবিত্র জ,মজম সম্পর্কে আরও কিছু তথ্য-
(1) এটি 4000 বছর আগে আল্লাহ তায়ালার অসীম ক্ষমতা দ্বারা সৃষ্টি হয়েছিল।
(2) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার জল উত্তোলনের পরেও, জল কেবলমাত্র প্রজন্মের প্রাথমিক সময়ের জন্য।
(3) পানির স্বাদ পরিবর্তিত হয়নি, কোন ছত্রাক বা শেওলা জন্মেনি।
(৪) সারাদিন জল তোলার পর, মাত্র ১১ মিনিটে আবার কূপটি ভরাট হয়ে যায়।
(৫) এই কূপের পানি কখনো শুকায়নি, সৃষ্টির পর থেকে এর পানির প্রবাহ একই রকম রয়েছে, যদিও হজের মৌসুমে এর ব্যবহার কয়েকগুণ বেড়েছে, তবুও এর পানির স্তর কখনো নিচে নামেনি।
(6) সৃষ্টির পর থেকেই এর গুণাবলী, রুচি ও বিভিন্ন উপাদান একই পরিমাণে রয়েছে।
(৮) এই কূপের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের পরিমাণ অন্যান্য পানির চেয়ে বেশি, তাই এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।
(9) এই পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকায় এতে কোনো ব্যাকটেরিয়া জন্মায় না।
জমজমের পানির খনিজ উপাদান:
জমজ,ম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর রয়েছে বিশেষ স্বাদ। কিং সৌদ ইউনিভার্সিটি জ,মজম কূপের পানি পরীক্ষা করেছে এবং এর পুষ্টিগুণ ও উপাদান নির্ধারণ করেছে।
জ,মজমের পানির উপাদান-
সর্বশক্তিমান আল্লাহ মুসলিম উম্মাহকে জমজমের পানি পান করার মাধ্যমে হাদিসে ঘোষিত বরকত দান করুন। সকল শারীরিক ব্যাধি থেকে সুস্থতা দান করুন। আমীন।
আরো পড়ুন : মডেলদের দিয়ে অনৈতিক কাজ, বলিউড অভিনেত্রী গ্রেপ্তার