গত বছরের তুলনায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এসব কথা বলেন।
এ সময় দীপু মনি বলেন, বিগত বছরের তুলনায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ৫০ হাজার ২৯৫ জন বেড়েছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৩ হাজার ৮১০ ও ২৯ হাজার ৭৯৮ জন।
এবার পরীক্ষার সময় ২৬ মে থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
করোনার কারণে গত দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবারের পরীক্ষার সংশোধিত পাঠ্যসূচি প্রকাশ করেছে। আর তফসিল ঘোষণা করেছে বোর্ড। সূচি অনুযায়ী, আগামী রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সিলেবাস পুনর্বিন্যাস করা হলেও সব বিষয়ে তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, 2024 সালের এইচএসসি পরীক্ষা পুনর্গঠিত হবে নাকি পুরো সিলেবাসের সাথে অনুষ্ঠিত হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে আয়োজনের চেষ্টা চলছে।
আরো পড়ুন : মডেলদের দিয়ে অনৈতিক কাজ, বলিউড অভিনেত্রী গ্রেপ্তার